শিলিগুড়ি, ১৩ অক্টোম্বরঃ পুজোর বাকি আর মাত্র কয়েকদিন।চরম ব্যস্ততা সব জায়গায়।সবুজায়নের বার্তা দিয়ে শিলিগুড়ির সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের এবারের থিম পৃথিবীর বিবর্তন।
কংক্রিটে হারিয়ে যাচ্ছে সবুজ, গাছ কেটে তৈরি হচ্ছে ইমারত।বাড়ছে তাপমাত্রা, কমছে বৃষ্টি ঘটছে প্রাকৃতিক বিপর্যয়ের মতো ঘটনা।পৃথিবীর এই অবস্থা এই থিমের মধ্য দিয়ে তুলে ধরছে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন।
এদিন পুজো কমিটির সম্পাদক মদন ভট্টাচার্য জানান, প্রত্যেক বছর সমাজকে বার্তা দিয়েই পুজোর থিম তৈরি হয়।এবছরও তাঁর ব্যতিক্রম হয়নি।সবুজকে রক্ষা করার আবেদন জানান তিনি।পুজোর কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান,মেলা সহ বিভিন্ন সামাজিক কাজকর্ম হবে।পাশাপাশি পুজো থেকে অর্থ বাঁচিয়ে সিকিমের দুর্গতদের সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া হবে জানান তিনি।