শিলিগুড়ি,১৭ জানুয়ারিঃ শিলিগুড়ি সূর্যনগর সমাজকল্যান সংস্থার তরফে আয়োজিত হল ভ্রাম্যমাণ স্বেচ্ছায় রক্তদান উৎসব। ১০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। এক বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে অনুষ্ঠানের সূচনা হয়।
সূর্যনগর সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক অভিজিৎ নিয়োগী জানান, ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই ২১ তম ভ্রাম্যমাণ স্বেচ্ছায় রক্তদান উৎসব। উত্তরবঙ্গের ৮ টি জেলার বিভিন্ন সংগঠন ও ১৬ টি ব্লাড ব্যাংকের সহযোগিতায় বিভিন্ন স্থানে ৫৫টি রক্তদান শিবির এর মাধ্যমে ২৫০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিনের শোভাযাত্রায় মন্ত্রী গৌতম দেব ছাড়াও বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদেরও পা মেলাতে দেখা যায়।