শিলিগুড়ি, ২৯ জুলাইঃ নিঃস্বার্থ সেবা মঞ্চের উদ্যোগে এবং শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় সূর্যসেন পার্কে ৫০টি ফলের গাছ রোপন করা হল।
শিলিগুড়ির সূর্যসেন পার্কে সবুজায়নের লক্ষ্যে সংগঠনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এদিন মূলত ফলের গাছ লাগানো হয়েছে।এর ফলে পরিবেশের ভারসাম্য যেমন বজায় থাকবে তেমনি পশু পাখিরা সেই ফল খেয়ে বেঁচে থাকবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ নিঃস্বার্থ সেবা মঞ্চের সদস্যরা।
মেয়র গৌতম দেব জানান, নিঃস্বার্থ সেবা মঞ্চ প্রতিনিয়ত পরিবেশের জন্য কাজ করে যাচ্ছে।শহরকে সুন্দর ও সবুজায়নের লক্ষ্যে সকলকে এগিয়ে আসার বার্তা দেন তিনি।