শিলিগুড়ি, ২০ মার্চঃ শিলিগুড়ির সূর্যসেন পার্কের পুকুর সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম।সেইমত শুরু হয়েছে কাজ।সেই পুকুরে থাকা মাছগুলিকে আজ মহানন্দা নদীতে ছাড়া হল।
সূর্যসেন পার্কের পুকুরটিতে নানান প্রজাতির মাছ ছিল।পুকুরটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করার পর মাছগুলিকে বাঁচাতে মহানন্দা নদীতে মাছ ছাড়ার সিদ্ধান্ত নেয় পুরনিগম।সেইমত এদিন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপস্থিতিতে মহানন্দা নদীতে মাছ গুলিকে ছেড়ে দেওয়া হয়।
এদিন মেয়র জানান, প্রাকৃতিক উপায়ে নতুন ভাবে তৈরি করা হবে শিলিগুড়ি সুর্যসেন পার্কের পুকুরটি।পুকুরে থাকা মাছগুলিকে প্রথমে কোথাও যত্ন করে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করা হলেও পরবর্তীতে মহানন্দা নদীতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।সেইমত আজ মাছগুলিকে নদীতে ছেড়ে দেওয়া হয়।
তবে বর্তমানে দুষিত মহানন্দায় কতটা সুরক্ষিত মাছ গুলি? তার উত্তরে মেয়র জানান, মহানন্দা নদী দূষণমুক্ত করার ভাবনা নিয়েছে শিলিগুড়ি পুরনিগম।ইতিমধ্যে মহানন্দা নদীকে দূষণমুক্ত করতে কেন্দ্রের সহযোগিতায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু হয়েছে।বর্তমানে অনেকটাই দুষনমুক্ত মহানন্দা।তবে নদীকে সম্পূর্ণভাবে দূষণমুক্ত করাই তাদের লক্ষ্য।সেই ভাবনা নিয়ে আজ মাছ ছাড়া হল।