খড়িবাড়ি, ২২ মার্চঃ বুধবার খড়িবাড়ি ব্লকে নতুন ২টি সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ।
এদিন খড়িবাড়ির মদনজোত ও সুবলভিটায় নতুন দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ শুরু হল।প্রায় ৩১লক্ষ টাকা ব্যয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের ভবন করা হবে।এএনএম ও জিএনএম এবং আশাকর্মীরা সুস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকবেন।এনিয়ে খড়িবাড়ি ব্লকে মোট ১৮টি স্বাস্থ্যকেন্দ্র হল।
এই বিষয়ে খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক সফিউল আলম মল্লিক জানান, ব্লকে ১১টি স্বাস্থ্যকেন্দ্র ছিল। নতুন ৭টির নাম ঘোষণা হয়েছে। এর মধ্যে তিনটির কাজ চলছে আজ থেকে দুটির কাজ শুরু হল।
অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ জানান, গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবায় জোর দিয়েছে রাজ্য সরকার।এই সুস্বাস্থ্য কেন্দ্রে মোবাইল অ্যপের মাধ্যমে চিকিৎসা হবে বলে জানান তিনি।