শিলিগুড়ি,১৬ সেপ্টেম্বরঃ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করাতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেবকে বিশেষ ধন্যবাদ জানালেন রোগীর পরিবার।
জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়ির বাসিন্দা মহম্মদ আলম হক(৩৫)।বিগত কয়েক বছর ধরে তিনি স্পাইনাল কর্ডের জটিল রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন।অর্থের অভাবে চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছিল।বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি।এদিকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে সর্বস্বান্ত হয়েছে মহম্মদ আলম হকের পরিবার।অবশেষে বিষয়টি নিয়ে গৌতম দেবের দ্বারস্থ হন তারা।এরপরই প্রাক্তন মন্ত্রীর সহযোগিতায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু হয় মহম্মদ আলম হকের।সেখানে অস্ত্রোপচার হয় তার।বর্তমানে সুস্থ রয়েছে সে।
বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমে গিয়ে গৌতম দেব ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান মহম্মদ আলম হকের স্ত্রী নুসরেহা বেগম।অন্যদিকে স্বাস্থ্যসাথী প্রকল্পের দ্বারা মহম্মদ আলম হকের চিকিৎসা করাতে পেরে খুশি গৌতম দেবও।