শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরভোট।প্রচারে ব্যস্ত সমস্ত প্রার্থীরা।
বিজেপি প্রার্থীদের সমর্থনে গতকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে প্রচার করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বুধবারও বিভিন্ন ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করেন তিনি।
এদিন ৪৫ এবং ৪৬ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারের সময় কড়া ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করেন।এদিন শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল কংগ্রেস যে ডবল ইঞ্জিন সরকারের কথা বলছে তাতে শুধুমাত্র খালি বগি রয়েছে।রাজ্য সরকারের ওপর ৫ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা ঋণ রয়েছে।শিলিগুড়ির মানুষ সিপিএম এবং তৃণমূল কংগ্রেস দুই দলকেই টেস্ট এবং রিজেক্ট করে দিয়েছে।এবারে বিজেপির পালা।জনগণকে বিজেপি প্রার্থীদের সুযোগ দেওয়ার কথা বলেন তিনি।
এদিন ৪৫ এবং ৪৬ নম্বর ওয়ার্ডের পাশাপাশি ১, ২, ৩ এবং ৪৭ নম্বর ওয়ার্ডেও বিজেপি প্রার্থীদের হয়ে জমজমাট ভোট প্রচার করেন শুভেন্দু অধিকারী।পাশাপাশি একটি পথসভাতেও যোগ দেন তিনি।