শিলিগুড়ি, ৫ নভেম্বরঃ শিলিগুড়ি জুড়ে এবার শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ব্যানার লাগানো হল বিভিন্ন জায়গায়। সেখানে লেখা ‘আমরা গর্বিত, আমরা দাদার অনুগামী’। কিন্তু সেই ব্যানারের কোথাও তৃণমূলের প্রতীক যেমন নেই তেমনি তৃণমূলের নাম বা কারা সেই ব্যানার লাগিয়েছে সেই উল্লেখও নেই। আর তা নিয়েই ফের জল্পনা শুরু।
সম্প্রতি পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূল থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলিতেও জোর আলোচনা। কেউ বলছেন তিনি তৃণমূল ছাড়বেন। কেউ বলছেন নতুন দল গঠন করবেন কিংবা অন্য দলে যাবেন। কিন্তু পুরো বিষয়টি নিয়ে ধোয়াশা রয়েই গিয়েছে। খোদ শুভেন্দু অধিকারীও স্পষ্ট করে এখনও তার কোনো অবস্থানের কথা জানাননি। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তার অনুগামীদের তরফে ব্যানার, পোস্টার লাগানো হচ্ছে। দুদিন আগেই জলপাইগুড়িতেও তাঁর ব্যানার লাগানো হয়। এবার শিলিগুড়ির থানামোড়, হাশমি চক সহ আরও বিভিন্ন জায়গায় তাঁর ব্যানার লাগানো হয়েছে। তবে কারা লাগালেন সেই ব্যানার? তা এখনও জানা যায়নি। কয়েকদিন আগেই শিলিগুড়ির কয়েকজন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বুধবার রাতেই শহরজুড়ে এই ব্যানারগুলি লাগানো হয়েছে। জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, দলের যেকোনো নেতার নামে ব্যানার পোস্টার লাগানো যেতেই পারে। তাতে অসুবিধা কোথায়। অযথা বিষয়টি নিয়ে জলঘোলা করা হচ্ছে। আমরা ঐক্যবদ্ধ। তবে এই ব্যানার লাগিয়ে শুভেন্দু অধিকারীর অনুগামীরা কী ইঙ্গিত দিতে চাইছেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।