শিলিগুড়ি, ১ সেপ্টেম্বরঃ আম, লেবু ও তেজপাতা গাছ জুড়ে শুঁয়োপোকার বাসা।একপ্রকার অতিষ্ট হয়ে কেটে ফেলতে হচ্ছে গাছ।সমস্যায় বাসিন্দারা।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া এলাকায় প্রায় প্রত্যেকটি আম, লিচু,তেজপাতা গাছে শুঁয়োপোকা বাসা বেঁধেছে। এই পোকার উপদ্রবে গাছ নষ্ট হয়ে যাচ্ছে।নতুন ফলও হচ্ছে না। এছাড়াও বাড়ি, রাস্তায় ভরে রয়েছে শুঁয়োপোকা।ফলে বাধ্য হয়েই কেটে ফেলতে হচ্ছে গাছ।
এলাকার এক বাসিন্দা উৎপল পাল চৌধুরী জানান, এই মহামারীর সময় কেটে ফেলতে হচ্ছে গাছ। যেখানে ডাক্তাররা জানিয়েছেন এই মহামারিতে সবথেকে বেশি প্রয়োজন অক্সিজেনের। শিলিগুড়ি শহরে এমনিতেই সবুজ সংখ্যা খুবই কম এর মধ্যে আমাদের কেটে ফেলতে হচ্ছে।গাছগুলোকে না কেটে অন্য কোন প্রক্রিয়ায় যাতে এই পোকা গুলোকে মারা যায় এই বিষয়ে পুরনিগমের কাছে আর্জি জানিয়েছেন এলাকাবাসীরা।