শিলিগুড়ি, ১ জুলাইঃ রাতের ঘুম কেড়েছে শুয়োপোকা। লক্ষ লক্ষ শুয়োপোকায় অতিষ্ঠ শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের উত্তর ভারতনগরের বাসিন্দারা। সকাল থেকে হাতে কেরোসিন ও লাঠি নিয়ে রাস্তায় নামছেন এলাকাবাসী।
এলাকার পাশ দিয়ে প্রচুর গাছ, কার্যত জঙ্গলে পরিণত হয়েছে সেই কারণেই এই শুয়োপোকার উপদ্রব বেড়েছে বলে মনে করা হচ্ছে। বাড়িতে বয়স্ক থেকে শিশুদের নিয়ে আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। গত পাঁচ দিন থেকে এই পরিস্থিতি। স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানানো হলেও কোন সুরাহা না মেলায় আজ মেয়রকেও জানানো হবে বলে জানিয়েছেন বাসিন্দা সৌমিত্র সরকার।
এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর তথা শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “শুয়োপোকা মারা বেআইনি।তাই অন্যভাবে বিষয়টি দেখতে হচ্ছে। গতকাল থেকে আমাদের টিম কাজ করছে। পাশের জঙ্গল গুলো কাটা হবে”।