শিলিগুড়ি, ৩১ আগস্টঃ শিলিগুড়ি শহরের নদীগুলোকে প্লাস্টিক মুক্ত ও নোংরা আবর্জনা মুক্ত রাখতে মঙ্গলবার সেন্ট্রাল গুডস সার্ভিস ট্যাক্স অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ কমিশনারেটের তরফে এবং লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাই উর্যার সহযোগিতায় ‘স্বচ্ছতা পখওয়ারা’(Swachta Pakwada)কর্মসূচি আয়োজিত হল।
এদিন এই কর্মসূচির মধ্য দিয়ে মহানন্দা নদীর চরে সাফাই অভিযান চালানো হয়।পাশাপাশি সাফাই কর্মীদের হাতে ২০টি ছাতা, টি-শার্ট সহ সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।এছাড়াও মহানন্দা নদীর চর এলাকায় ১০টি ডাস্টবিন বসানো হয়।
এই বিষয়ে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাই উর্যার সহ-সভাপতি আয়ুস আগরওয়াল বলেন, শুধু নিজের বাড়ি পরিষ্কার করলেই হবেনা তার পাশাপাশি সমাজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।এই বার্তা দিতেই আজকের কর্মসূচি।