রাজগঞ্জ, ১২ জানুয়ারিঃ রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মজয়ন্তী পালন করা হল।
রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ভুটকির হাটে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয়। এদিন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আহিদার রহমান, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রণবীর মজুমদার,মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা।
এই বিষয়ে রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক ও অঞ্চল নেতৃত্বদের নিয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হল।স্বামীজির মতাদর্শ সারা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের ছড়িয়ে দিতে চাই আমরা।পাশাপাশি বর্তমান যুব সমাজকে মাঠমুখী হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।