শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ নিট পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে সাগুন হাঁসদা ও স্বপ্না মুন্ডা।তাদের এই সাফল্যে গর্বিত আদিবাসী সমাজ।এই দুজনকে সংবর্ধনা দিল বনবাসী কল্যাণ আশ্রম।
রবিবার বনবাসী কল্যাণ আশ্রমের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করে তাদের দুজনকে সংবর্ধনা জানানো হয়।পাশাপাশি দুজনকে ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করেন শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক জিবি দাস। শুধু তাই নয়,বাতাসির ঝিনঙ্গা জোতে ১ লক্ষ টাকা ব্যয়ে একটি কমিউনিটি হল তৈরি করে দিয়েছেন তিনি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনবাসী কল্যাণ আশ্রম এর রাজ্য সভাপতি কমল কিশোর ফুগলিয়া, সম্পাদক বিজয় আগরওয়াল সহ সংগঠনের আশীষ কুমার দাস ও মনি লামা সহ অন্যান্যরা।