স্বাস্থ্যসাথী কার্ডে হল চিকিৎসা, সুস্থ হয়ে বাড়ি ফিরল ছোট্টো শিবম

শিলিগুড়ি, ৩১ আগস্টঃ শ্বাসকষ্টে ভুগছিল ১ বছরের ছোট্টো শিবম।শিবমের হৃৎপিন্ডে একটি ছিদ্র ধরা পড়ে।অস্ত্রোপচার না করলে প্রাণহানীও হতে পারে বলে জানিয়েছিল চিকিৎসকেরা।দশরথপল্লী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরল ছোট্টো শিবম।


শিবমের বাবা জয়ন্ত বর্মন।বালুরঘাটের বাসিন্দা।কাপড়ের দোকানে কাজ করে সামান্য উপার্জন করেন।শিলিগুড়িতে ভাড়া-বাড়িতে থেকে কোনোরকমে সংসার চালান।শিবমের চিকিৎসার খরচ জোগাড় করা তার পক্ষে সম্ভব ছিল না।তাদের এই সমস্যার কথা শুনে এগিয়ে আসেন দশরথপল্লী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা।এরপর বালুরঘাটে গিয়ে পরিবারের স্বাস্থ্যস্বাথী কার্ড করিয়ে দূর্গাপুরে শিবমের চিকিৎসার সমস্ত খরচই বহন করে সংস্থা।

সংস্থার সভাপতি উত্তম ভৌমিক বলেন, খুদে শিশুর এমন পরিস্থিতি দেখেই আমরা এগিয়ে এসেছি।ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে।রাজ্য স্বাস্থ্য দফতরের স্বাস্থ্যসাথী কার্ড থাকার ফলেই কম খরচে শিবম মায়ের কোলে ফিরে এসেছে।


শিবমের মা জানান, ছেলে অসুস্থ হওয়ার পর অনেক রাজনৈতিক নেতা নেতৃত্বদের দোরে দোরে ঘুরে বেড়িয়েছি।কেউই এগিয়ে আসেনি।পাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে না এলে ছেলেকে ফিরেই পেতাম না।এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *