শিলিগুড়ি, ২৬ ডিসেম্বরঃ ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এসে চিকিৎসা পরিষেবা পেল ২২ বছরের ইয়াসিন আলি।
রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় থাকা মানুষেরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন।ইতিমধ্যেই গোটা রাজ্যে শুরু হয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্পের কাজ।তবে অনেকের মধ্যই এই প্রকল্পর সুবিধা নিয়ে দুশ্চিন্তার দানা বাঁধছে।তবে তার প্রমান মিললো হাতেনাতে।২৪ ঘন্টার মধ্য মিললো বেসরকারী হাসপাতালে চিকিৎসা করার সুযোগ।
জানা গিয়েছে, গত ১৮ ডিসেম্বর কাজ থেকে বাড়ি ফেরার পথে শান্তিপাড়ার বাসিন্দা ইয়াসিন আলি রেল দুর্ঘটনার কবলে পরেন এবং তার ডান হাত কাটা পরে।এরপর তাকে ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।সেখানে কয়েকদিন চিকিৎসা চলার পর তাকে কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।এরপরেই বিপাকে পরেন হত দরীদ্র ওই পরিবারটি।সেই পরিস্থিতিতে তারা যোগাযোগ করেন জলপাইমোড়ের গনেশ পুজা কমিটির সঙ্গে।তাদের ও তৃণমুল যুব কংগ্রেসের সহোযোগিতায় আবেদন করার ২৪ ঘন্টার মধ্য স্বয়ং রাজগঞ্জের বিডিও বাড়িতে এসে স্বাস্থ্য সাথী কার্ড বানিয়ে দেন।
আর সেই সুবিধা নিয়েই আজ সুচিকিৎসা পরিষেবা পেতে চলেছে ইয়াসিন।এদিকে রাজ্যে সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এসে ছেলের চিকিৎসা করাতে পেরে খুশি ইয়াসিনের পরিবার।শনিবার ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে উপস্থিত ইয়াসিনের বাবা মহম্মদ আবু তালিম রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের সুনামে পঞ্চমুখ হন।
অন্যদিকে ইয়াসিনের সহোযোগিতায় এগিয়ে আসা দার্জিলিং জেলা তৃণমুল যুব কংগ্রেসের সভাপতি কুন্তল রায় জানান,রাজ্য সরকারের এই প্রকল্প সাধারণ রাজ্যবাসীর জন্য।প্রকল্পের আওতায় থাকা সকলেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন।তিনি সকলকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার আবেদন করেন।
Didi jindabad