শিলিগুড়ি, ২১ মেঃ করোনা চিকিৎসা নিয়ে বিভিন্ন সময় নার্সিংহোমগুলির বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ।করোনা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে স্বাস্থ্যসাথী কার্ড এমনটাই নির্দেশ রয়েছে সরকারের তরফে। তবে তা কতখানি কার্যকর হচ্ছে বেসরকারি হাসপাতালগুলিতে তা নিয়ে উঠছে প্রশ্ন।
এই বিষয়গুলি নিয়ে শুক্রবার বিজেপি জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
শঙ্কর ঘোষ বলেন, শনিবার থেকেই বিজেপি বিধায়কেরা সমস্ত বেসরকারি হাসপাতালগুলিতে যাবেন।সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা মানুষ পাচ্ছে কিনা, চিকিৎসাক্ষেত্রে খরচের চার্ট টাঙানোর যে কথা ছিল তা করা হয়েছে কিনা, সর্বোপরি সাধারণ মানুষকে কি কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেই বিষয়গুলি তারা শুনবেন।এছাড়াও জেলা স্বাস্থ্য প্রশাসন ও প্রশাসকমন্ডলীর কাছেও তিনি অনুরোধ রাখেন যাতে তারা বেসরকারি হাসপাতালগুলির ওপর নজরদারি চালান।