শিলিগুড়ি, ৩০ আগস্টঃ সোমবার শিলিগুড়ি পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের মহানন্দা পাড়ার স্বস্তিকা যুবক সংঘের দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন হল।
জানা গিয়েছে, এবারে তাদের পুজো ৬৪তম বছরে পদার্পন করবে।করোনা বিধি মেনে এবছর শিলিগুড়িবাসীকে থিম পুজো উপহার দিতে চলেছে স্বস্তিকা যুবক সংঘ।খুঁটি পুজোর মধ্য দিয়ে আজ থেকে পুজোর প্যান্ডেলের কাজ শুরু করা হল।
এদিন খুঁটি পুজোয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
স্বস্তিকা যুবক সংঘের পুজো কমিটির সম্পাদক বাপ্পা পাল বলেন, করোনা বিধি মেনে স্বস্তিকা যুবক সংঘে পুরনো ছন্দে ফেরার চেষ্টা করবে।
এদিন গৌতম দেব বলেন, স্বস্তিকা যুবক সংঘের পূজো ঐতিহ্যশালী পুজো।এবছর করোনার কারণে জাঁকজমক হচ্ছে না।কিন্তু পাড়ায় উৎসাহের পরিবেশ আছে।আজ সনাতন ধর্মের রীতি নীতি মেনে খুঁটি পুজো হয়েছে।