শিলিগুড়ি, ৩১ ডিসেম্বরঃ শিলিগুড়ির বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুল সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দাবিতে বিক্ষোভ।
রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষিতদের অভিভাবক এবং সাঁতার শিক্ষার্থীরা সুইমিং পুল সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দাবিতে বিক্ষোভ দেখান।তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সুইমিং পুল। সঠিকভাবে মেরামত করা হচ্ছে না। স্নানের ঘর পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব রয়েছে।সাঁতার প্রশিক্ষণ নিতে গিয়ে সাঁতারুদের একাধিক সমস্যায় পড়তে হচ্ছে।
অন্যদিকে, সুইমিং পুলটি শিলিগুড়ি পুরনিগমের দায়িত্বে থাকায় শনিবার সুইমিং পুল পরিদর্শন করে সমস্ত বিষয় খতিয়ে দেখেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।
ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, মেয়র চিকিৎসার কারণে শহরের বাইরে রয়েছেন।এই সুইমিংপুলের কাজের বিষয় নিয়ে আমার কাছে খবর এসেছে।এসজেডিএ এর পক্ষ থেকে সুইমিং পুলের কাজ করা হচ্ছে।পুরো কাজ যাতে ভালো ভাবে হয় তা দেখা হচ্ছে।মেয়র আসলে সুইমিং পুলের রিপোর্ট দেওয়া হবে।