শিলিগুড়ি,২১ ডিসেম্বরঃ শিলিগুড়ির সুকান্তনগর সুকান্ত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও আয়োজিত হল অনূর্ধ্ব ১২ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলা থেকেই বিভিন্ন ক্লাব অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে।দশ দিনব্যাপী চলবে খেলা।
জানা গিয়েছে, লেট অরুণ মজুমদার মেমোরিয়াল চ্যাম্পিয়ন, লেট ঝরনা মুখার্জি রানার্স আপ এবং লেট গজেন্দ্রনাথ সাহা ফেয়ার প্লে টি-টোয়েন্টি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজন করা হয়েছে এবছর।শিলিগুড়ির সুকান্ত নগর স্পোর্টিং ক্লাবের সামনে কুন্ডু পুকুর মাঠেই চলছে টুর্নামেন্ট।
রবিবার টুর্নামেন্টের সূচনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কাউন্সিলর দুলাল দত্ত সহ অন্যান্যরা।
