দেশ জুড়ে সকলেই টি-২০ বিশ্বকাপ নিয়ে উৎসবের মেজাজে। ঠিক সেই সময় ভারতের হয়ে ব্লাইন্ড টি-২০ বিশ্বকাপ খেলতে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিলেন ঝাড়গ্রামের শুভেন্দু মাহাতো।
গত মে মাসে শিলিগুড়ির সুর্যনগর মাঠে উত্তরের দিশারী আয়োজিত অল বেঙ্গল ভিশন আই চ্যালেঞ্জ ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টে শিলিগুড়ি রাইডার্স এর হয়ে খেলেছিল শুভেন্দু।সেই শুভেন্দুই এবার ভারতের হয়ে ব্লাইন্ড টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়ায় খুশী শহর শিলিগুড়ি।
গত ২ বছরই ব্লাইন্ড টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ান হয়েছে ভারত।এবার হ্যাট্রিক করার লক্ষ্যে ভারত।আর বাংলার ছেলে ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলায় গর্বিত বঙ্গবাসী।

Joy Bangla
জয় বাংলা