শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি শিলিগুড়ির সূর্যনগর ময়দানে হতে চলেছে দৃষ্টিহীনদের নিয়ে টি২০ ক্রিকেট টুর্নামেন্ট।বুধবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন উদ্যোক্তারা।
জানা গিয়েছে, উত্তরের দিশারীর উদ্যোগে এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্যা ব্লাইন্ড অফ বেঙ্গল, ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্যা ব্লাইন্ড ইন ইন্ডিয়ার সহযোগিতায় এই টুর্নামেন্ট হতে চলেছে।
মোট ৬টি দল অংশগ্রহণ করবে।বিভিন্ন জেলার পাশাপাশি বাইরের খেলোয়াড়রাও এই খেলায় অংশগ্রহণ করতে আসছেন বলে জানান উদ্যোক্তারা।