শিলিগুড়ি, ২৪ নভেম্বরঃ ট্যাব দুর্নীতিতে শিলিগুড়ির মাটিগাড়া থেকে গ্রেফতার হল দুইজন।শনিবার রাতে মাটিগাড়ার লেনিন কলোনি এলাকা থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানা।
ধৃতদেত নাম নজরুল ইসলাম ও রুকসানা খাতুন।দুজনই দিন মজুরের কাজ করে।জানা গিয়েছে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছিল।যদিও দম্পতি পুলিশের কাছে দাবি করেছে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা এলো তারা কিছুই জানেনা।
দম্পতি কাউকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুর্নীতির টাকা রাখার জন্য ভাড়ায় দিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুইজনকে রবিবার শিলিগুড়িতে আদালতে তুলে ট্রানজিট রিমাণ্ডে নিয়ে পশ্চিম মেদিনীপুর রওনা দেবে পুলিশ।