শিলিগুড়ি, ১৮ নভেম্বরঃ ট্যাব দুর্নীতিতে এবার শিলিগুড়ি যোগ।শিলিগুড়ি থেকে ট্যাব দুর্নীতিতে যোগ থাকার অভিযোগে তিনজনকে ধরলো লালবাজার গোয়েন্দা বিভাগ।
ধৃতদের মধ্যে দুজন শিলিগুড়ির বাসিন্দা।রবিবার রাতে সেবক রোড থেকে দিবাকর দাস, বিশাল ঢালি ও গোপাল রায় নামে তিনজনকে ধরা হয়েছে।দিবাকর চোপড়ার বাসিন্দা।পেশায় স্কুল শিক্ষক।দিবাকর ট্যাবের টাকা গায়েবে মূল পান্ডা ছিল।
দিবাকরের ভাই বিশাল ঢালি সমরনগর ও জামাইবাবু গোপাল রায় পবিত্রনগরের বাসিন্দা।রবিবার বিকালে সমরনগরে তিনজন ছিল।সেখান থেকে সেবক রোডে একটি শপিং মলে যায়।সেখান থেকেই পুলিশ ধরে তাদের।
তিনজনকে রাতেই কলকাতা নিয়ে যাওয়া হয়।ঘটনার কথা জানতেই রীতিমতো অবাক পরিবার ও প্রতিবেশীরা।