শিলিগুড়ি, ৩ সেপ্টেম্বরঃ একের পর এক সাফল্য আসছে।তবে সরকারের তরফে কোনও প্রকার সহযোগিতা পাচ্ছেন না মূক ও বধির প্রতিবন্ধী টেবিল টেনিস খেলোয়াড়রা।শনিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন টেবিল টেনিস তারকা তথা বঙ্গরত্ন ভারতী ঘোষ।
শিলিগুড়িকে টেবিল টেনিসের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে।সৌমজিৎ, অঙ্কিতার মত খেলোয়াড়রা শিলিগুড়ি থেকে টেবিল টেনিসে কমনওয়েলথ, অলিম্পিকের মত আন্তর্জতিক স্তরে অংশ নিয়েছে।গত মাসের ২৮ আগস্ট ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ অফ দ্যা ডেফ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক জয় করেছে পাঁচজন প্রতিবন্ধী খেলোয়াড়।তবে তাদের উৎসাহ দিতে এগিয়ে আসেনি কেউ।
বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্বেও সেইসমস্ত খেলোয়াড়দের অনুশীলন করান ভারতী ঘোষ এবং ফিজিক্যাল ট্রেনার দেব কুমার দে।শনিবার টেবিল টেনিস প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে সফল খেলোয়াড়দের নিজের বাড়িতে সংবর্ধনা প্রদান করেন ভারতী ঘোষ এবং দেব কুমার দে।
এদিন ভারতী ঘোষ বলেন, শিলিগুড়ি থেকে অনেক খেলোয়াড় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক জয় করে আসছে।তবে কেউ তাদের উৎসাহ যোগাচ্ছে না।সরকারের তরফে কোনোরকম সহযোগিতা করা হচ্ছে না। কিছুদিন আগেই রাজ্য স্তরের বধিরদের টেবিল টেনিস প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে সফল হয়ে এসেছে প্রতিযোগীরা।কিন্তু বরাবরই তারা বঞ্চিত রয়ে গিয়েছে বলে অভিযোগ।তিনি আরও বলেন, সরকার বা মানুষ যদি প্রতিবন্ধী খেলোয়াড়দের দিকে না দেখে তাহলে উন্নতি সম্ভব নয়।তাই সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানান তিনি।শিলিগুড়ি তথা ভারতবর্ষ থেকে প্রতিবছর ভালো ভালো খেলোয়াড় উঠে আসছে কিন্তু শুধুমাত্র প্রতিবন্ধী হওয়ায় তারা সঠিক সুবিধা বা প্রচার পাচ্ছে না।