শিলিগুড়ি, ১৫ জুলাইঃ বনমহোৎসব উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা দিতে উদ্বোধন করা হল একটি ট্যাবলোর। শনিবার ট্যাবলোর উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, শিলিগুড়ির হাসমি চকে এই ট্যাবলোর উদ্বোধন করা হয়।এই ট্যাবলো আগামী সাতদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, পরিবেশ দূষণ রোধ সহ নানা বার্তা মানুষের সামনে তুলে ধরবে।
বনমহোৎসব উপলক্ষে রাজ্য বন বিভাগের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।
