শিলিগুড়ি, ১১ ফেব্রুয়ারিঃ আগামীকাল শিলিগুড়ি পুরভোট।তার আগে বাড়িতে ডেকে বিরিয়ানির প্যাকেট ও টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল ৩৩ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী বিজন সরকারের বিরুদ্ধে।ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ৩৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের অভিযোগ, এলাকার বাসিন্দাদের টাকা ও বিরিয়ানি বিলি করছে বিজন সরকার।এরপরই খবর দেওয়া হয় নির্বাচন কমিশন ও এনজেপি থানার পুলিশকে।খবর পেয়ে পুলিশ বিজন সরকারের বাড়িতে পৌঁছালে তাকে পাওয়া যায়নি।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
অন্যদিকে তৃণমূলের এমন অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন বিজন সরকারের সমর্থকরা।এই বিষয়ে নির্দল প্রার্থী বিজন সরকার জানান, তৃণমূল নিজেদের হার বুঝতে পেরেই এমন ঘটনা সাজিয়েছে।