শিলিগুড়ি,২০ অক্টোবরঃ নগদ টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে ব্যক্তিকে অপহরণ।ঘটনায় গ্রেফতার ৩।ধৃতরা হল আশিস বিশ্বাস,শ্যামল রায় ও সঞ্জয় মোদক।
জানা গিয়েছে, রেডিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসে কর্মরত পরিতোষ রায় প্রতিদিনের মতো মঙ্গলবারও বিভিন্ন কোম্পানী থেকে ১১ লক্ষ ৫ হাজার টাকা সংগ্রহ করে তা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে ফুলবাড়ি থেকে শিলিগুড়ি আসছিলেন।সেইসময় কামরাঙ্গাগুড়ি এলাকায় কয়েকজন দুস্কৃতি তাকে অপহরণ করে।এরপরই এই বিষয়ে ব্যক্তির শ্যালক তরুণ রায় এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ।মালবাজারের ক্রান্তি থেকে বেঁহুস অবস্থায় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।পাশাপাশি রাজগঞ্জ থেকে গ্রেফতার করা হয় আশিস বিশ্বাস,শ্যামল রায় ও সঞ্জয় মোদককে।তদন্তের স্বার্থে আদালতের কাছে ধৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।