শিলিগুড়ি,২৭ জানুয়ারিঃ ব্যাংক থেকে কেটে নেওয়া হয়েছে টাকা তবে বাড়ি পৌছায়নি অর্ডার দেওয়া জিনিস।
শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রথীন সাহা।প্রায় ২৫ দিন আগে অনলাইনে একটি ওয়েবসাইটে কফি কাপ খুঁজছিলেন তিনি।এরপরেই ওই ওয়েবসাইট থেকে তার কাছে একটি ফোন আসে এবং কাপের দাম ও ক্যুরিয়ার চার্জ তাকে বুঝিয়ে বলা হয়।রথীন সাহা ৩,৯৫০ টাকায় ১০০ পিস কাপ অর্ডারও দেন। এরপর তাকে বলা হয় কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে। নির্দিষ্ট অ্যাকাউন্টে ৩,৯৫০ টাকা পাঠিয়েও দেন রথীন সাহা।তবে টাকা পাঠিয়ে দেওয়ার পর আর বাড়ি পর্যন্ত পৌছায়নি কফির কাপগুলি।যেই নম্বর থেকে রথীনবাবুকে ফোন করা হয়েছিল বর্তমানে সেই ফোনটিও বন্ধ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তিনি শিলিগুড়ি থানার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন।তবে এখনও পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি বলে জানান তিনি।তার দাবি ঘটনার সঠিক তদন্ত হোক।