শিলিগুড়ি, ১৯ আগস্টঃ সরকারি প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য নেওয়া হচ্ছিল টাকা।দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে বেঞ্চ পেতে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের ফর্ম পূরণের জন্য টাকা নেওয়া হচ্ছিল।শিলিগুড়ির হায়দারপাড়া শিবমঙ্গল স্কুলে চলছিল এভাবেই টাকার বিনিময়ে ফর্ম পূরণ।হাতেনাতে যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
এদিন দুয়ারে সরকার শিবিরের পরিস্থিতি দেখতে স্কুলে গিয়েছিলেন তিনি।সেখানে গিয়ে বরো অফিসারদের সঙ্গেও দেখা করেন তিনি।স্কুল থেকে বের হওয়ার সময় দেখেন এক যুবক লক্ষ্মীর ভান্ডারের ফর্ম পূরণের জন্য টাকা নিচ্ছে।যুবককে হাতেনাতে ধরেন গৌতম দেব।এরপরই পুলিশ ডেকে যুবককে পুলিশের হাতে তুলে দেন।
ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ফর্ম ফিলাপের নামে টাকা নেওয়া যাবে না।তারপরও বিভিন্ন জায়গায় অনেককে এমনভাবে টাকার বিনিময়ে ফর্ম পূরণের জন্য ধরেছে পুলিশ।
এদিন গৌতম দেব জানান, আমি সর্বত্র যাচ্ছি।বরো অফিসারদের সঙ্গে কথা বলছি।এভাবে টাকা নিয়ে ফর্ম ফিলাপ করা দুর্ভাগ্যজনক।