শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারিঃ টাকার বিনিময়ে বাংলাদেশীদের ভারতে প্রবেশ করানোই ছিল কাজ।সেই লিঙ্কম্যানকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম বিপুল অধিকারী।
জানা গিয়েছে, গত ২৩ জানুয়ারি ফুলবাড়ি থেকে গ্রেফতার করা হয় এক বাংলাদেশী অনুপ্রবেশকারী সহ দুজনকে।ধৃত বাংলাদেশী অনুপ্রবেশকারীর নাম আতাউর রহমান এবং অপরজনের নাম ফেরদৌস আলম, কালিয়াগঞ্জের বাসিন্দা।ওইদিন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় বিপুল অধিকারী।ধৃত দুজনের কাছ থেকে উদ্ধার হয় হাইড্রোলিক কাটার সহ তার কাটার একাধিক সরঞ্জাম।
ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে হলদিবাড়ির বাসিন্দা বিপুল অধিকারী তাদের ভারতে আসতে সাহায্য করে।প্রায় একমাস পর অবশেষে শুক্রবার লিঙ্কম্যান বিপুল অধিকারীকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।
ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।