শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ ছেলের কাছে টাকার হিসেব চেয়েছিল বাবা।আর তাতেই রেগে গিয়ে বাড়ি ছেড়ে পালালো ছেলে।ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ছেলেকে খুজে না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার।ঘটনাটি ঘটেছে ৩ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনি এলাকায়।
এই বিষয়ে বাবা দিলীপ কুমার গুপ্তা বলেন, গতকাল ছেলে গৌরভের কাছে আলমারিতে রাখা ৩ হাজার টাকার হিসেব চান।সেইসময় ছেলে জানায় যে টাকা নিয়ে আসছি।এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ প্রধাননগর থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়।এদিকে ছেলেকে খুঁজে পেতে শহরবাসীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন বাবা।কেউ দেখে থাকলে (9474392075/9134887527) নম্বরে যোগাযোগ করতে পারেন।