রাজগঞ্জ,৭ জুলাইঃ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা।শুক্রবার ভোররাতে রাজগঞ্জের টাকিমারিতে ঘটনাটি ঘটে। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক দল। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় টহলদারি কেন্দ্রীয় বাহিনীর।
মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারি বাজারে তৃণমূল কংগ্রেসের স্থায়ী পাকা পার্টি অফিস রয়েছে।অগ্নিকান্ডের জেরে পুড়ে গিয়েছে পার্টি অফিসে থাকা দলীয় ঝান্ডা, ব্যানার, কাগজপত্র সহ কিছু আসবাবপত্র।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানা ও মিলনপল্লী ফাঁড়ির পুলিশ।
আশুতোষ রায় নামে এক তৃণমূল সমর্থক বলেন, আমার বাড়ির পাশেই ওই কার্যালয়। ভোরবেলা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হতেই পোড়া গন্ধ নাকে আসে। তখন কিছুটা এগিয়ে দেখি কার্যালয়ের ভিতরে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানোর পর তারা ঘটনাস্থলে আসেন। বিরোধীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে তার অভিযোগ।
একই অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতা হরিপদ রায়। তিনি বলেন, এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্য বিজেপি এই আগুন ধরিয়েছে। দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে এই বিষয়ে বিজেপির রাজগঞ্জ ব্লকের সভাপতি নিতাই মন্ডল বলেন, টাকিমারিতে তৃণমূলের পার্টি অফিসে অগ্নিকান্ডের ঘটনায় বিজেপির কেউ জড়িত নেই। বিজেপি কর্মীদের ফাঁসানোর চক্রান্ত করছে শাসক দল।এছাড়া রাজগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের শাসিয়ে চলছে তৃণমূল কংগ্রেস।
এছাড়াও এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।