কালিয়াগঞ্জ, ৭ মার্চঃ পাচারের আগে ৪ টি তক্ষক সহ ৭ পাচারকারীকে গ্রেফতার করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ।ধৃতদের নাম রাজেশ মির্ধা,শুশিত কুমার মন্ডল,তাপস সরকার,সুজল সরকার,শিরেন সরকার,জতীন্দ্র নাথ কর্মকার এবং তনয় কবিরাজ।ধৃতরা সকলেই দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, শনিবার রাতে কালিয়াগঞ্জের ফতেপুর এলাকা থেকে তক্ষক সহ ৭ পাচারকারীকে গ্রেফতার করা হয়।এরপর উদ্ধার হওয়া তক্ষক গুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।রবিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।