শিলিগুড়ি, ১৭ ডিসেম্বরঃ পুরনিগম এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করতে শিলিগুড়ি পুরনিগমে শুরু হয়েছে ‘টক টু চেয়ারম্যান’।
শুক্রবার দ্বিতীয় দিনে একঘণ্টায় ৩০ জনের সমস্যার কথা শুনলেন পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।এদিন অনেক বাসিন্দাই আবর্জনা, ড্রেন পরিষ্কার না হওয়া নিয়ে অভিযোগ জানান।এছাড়াও জল, বিল্ডিং প্ল্যানের আবেদন করেও সেগুলি না পাওয়া নিয়েও ফোন করে গৌতম দেবকে সমস্যার কথা জানান বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা।
সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে পুরনিগমের তরফে।অন্যদিকে গত সপ্তাহে প্রায় ২৯টি ফোন এসেছে।যার মধ্যে অধিকাংশ সমাধান করে ফেলা হয়েছে বলে এদিন দাবি করেছেন গৌতম দেব।শনিবার তিনি শহরের বাইরে থাকবেন বলে শুক্রবার ‘টক টু চেয়ারম্যানে’ মানুষের সমস্যার কথা শোনেন।