‘টক টু চেয়ারম্যান’ পরিষেবা চালু, সমস্যার কথা জানালেন শহরবাসী   

শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ শহরবাসীর কাছে পৌছোতে ‘টক টু চেয়ারম্যান’ পরিষেবা চালু করেছে শিলিগুড়ি পুরনিগম।আজ থেকেই চালু হয়েছে এই পরিষেবা।


প্রথম দিনই ২৯ জনের অভাব অভিযোগ শুনলেন চেয়ারম্যান গৌতম দেব।দ্রুত সমস্যা সমাধানের কথাও বললেন তিনি।জানা গিয়েছে, এদিন পানীয় জল নিয়েই অধিকাংশ সমস্যার কথা জানান সাধারন মানুষ।আর তাতেই বিগত বাম বোর্ডের ওপর বেজায় চটেন গৌতম দেব।

এদিন গৌতম দেব বলেন, জল নিয়ে বাম পুরবোর্ড তথা তৎকালীন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের পরিকল্পনাই ভুল ছিল।যার ফলস্বরুপ আজ পানীয় জল নিয়ে ভুক্তভুগী সাধারন মানুষ।তবে মানুষের চাহিদা মেটাতে দ্রুত ফুলবাড়ির পাশাপাশি গজলডোবা থেকে জল এনে এই সমস্যার সমাধান করা হবে।


প্রত্যেক শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা অবধি এই পরিষেবা মিলবে।১৮০০-৩৪৫-৩৩৫০ এই নম্বরে ফোন করে সরাসরি বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 780casibom giriş güncel adrescasibom 760 girişJojobetjojobetCasibom Girişdeneme bonusuJojobet Girişcasibom girişcasibomJojobet GirişCasibomCasibomcasibomcasibom girişcasibom güncel girişHoliganbet Giriş