শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ দিন যত এগোচ্ছে, ততই কমছে টক টু মেয়রে ফোনের সংখ্যা।মানুষের সমস্যার সমাধান করতে পারছেন তারা,সেই জন্যই হয়তো ফোনে অভিযোগের সংখ্যা কমছে।শনিবার টক টু মেয়র কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব।
‘টক টু মেয়র’ অনুষ্ঠানের প্রথমদিকে প্রায় ৩০ থেকে ৩৫টি বা তার অধিক ফোন আসতো।মানুষ অভাব অসুবিধার কথা জানাতেন মেয়রকে।বিভিন্ন সমস্যার সমাধানও হয়েছে।সময়ের সাথে সাথে কমছে ফোনের সংখ্যা।শনিবার টক টু মেয়রে মাত্র ১৩ টি ফোন আসে।যেকারনে মনে করা হচ্ছে শহরের সমস্যা অনেকটাই নিরসন হয়েছে।
তবে বাগরাকোট রেল ক্রসিং নিয়ে চিন্তিত মেয়র গৌতম দেব।কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে একাধিক ভাবনা নিয়েছেন তিনি।ফ্লাইওভার সম্ভব না হলেও মানুষের পায়ে হেঁটে যাতায়াতের জন্য ফুট ওভারব্রিজ করার ভাবনা রয়েছে।দ্রুত এই সমস্যার সমাধানের কথা জানান মেয়র।