শিলিগুড়ি, ২৬ আগস্টঃ শহরবাসীর সমস্যার কথা শুনতে ‘টক টু মেয়র’ কর্মসূচীর সূচনা করেছিলেন মেয়র গৌতম দেব।
শনিবার ৫০ তম টক টু মেয়রের পর একটি রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন মেয়র গৌতম দেব। ৫০ দিনে প্রায় ১১১০ টি ফোন ধরেছেন তিনি। বাসিন্দাদের আসা অভিযোগ, সমস্যায় অধিকাংশ সমাধান করা হয়েছে বলে জানান মেয়র গৌতম দেব। ২০২২ সালের ১২ মার্চ থেকে ২০২৩ সালে ১৯ আগস্ট পর্যন্ত বিস্তারিত একটি রিপোর্ট পেশ করেছেন মেয়র গৌতম দেব।
যেখানে ১০৯৭ টি সমস্যার কথা এসেছে। এর মধ্যে জন্ম মৃত্যু শংসাপত্র, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, অবৈধ নির্মাণ, রাস্তা, পরিবেশ, স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে ফোন এসেছে। এরমধ্যে ৮১ শতাংশ সমস্যার সমাধান করা হয়েছে। ১৯ শতাংশ সমস্যার সমাধান করা হয়নি কেন তা রিভিউ করা হবে বলে জানিয়েছেন মেয়র।