শিলিগুড়ি, ৬ মেঃ ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফোন করে টেবিল টেনিসের মান উন্নয়ন ও শিলিগুড়িতে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের আবেদন করলেন শিলিগুড়ির গর্ব টেবিল টেনিস কোচ তথা বঙ্গরত্ন ভারতী ঘোষ।শুধু তাই নয় এদিন ‘টক টু মেয়র’ অনুষ্ঠান নিয়ে মেয়রের প্রশংসা করেন ভারতী ঘোষ।
মানুষের সুবিধা অসুবিধের কথা শুনতে বা মানুষের কাছে পৌঁছতে মেয়রের উদ্যোগে চালু হয়েছিল ‘টক টু মেয়র’।বিগত সময়ের বিভিন্ন কর্মসূচির মত এই কর্মসূচি মুখ থুবড়ে পড়বে এমনটাই ভেবেছিলেন অনেকে, তবে দায়িত্ব নিয়ে প্রত্যেক শনিবার এক ঘন্টার এই পরিষেবা দিয়ে চলেছেন মেয়র গৌতম দেব।এই কারণে শহরবাসীর প্রশংসা কুড়োলেন মেয়র।
শনিবারের অনুষ্ঠানে ফোন করে বিভিন্ন অভাব অভিযোগের পাশাপাশি মেয়রের কাজের প্রশংসা করেন অনেকেই।এদিন টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ ফোন করেন।টেবিল টেনিসের মান উন্নয়ন ও একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের আবেদন করেন তিনি।তার দাবিকেও মান্যতা দেন মেয়র।
এদিন মেয়র জানান, ‘টক টু মেয়র’ কর্মসূচি শুরু হওয়ার পর মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন তারা।তাই কাজের প্রশংসা করছেন শহরবাসী।