রাজগঞ্জ, ২ ডিসেম্বরঃ রাজগঞ্জের সাহেববাড়ি এলাকার তালমা নদীর ওপর অবিলম্বে নতুন সেতু তৈরি করার দাবি জানাল গ্রামবাসীরা। এই নড়বড়ে লোহার সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কাও করছেন বাসিন্দারা। প্রশাসনের তরফে সরেজমিনে পরিদর্শন করে গেলেও কোনও উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ।
জানা গিয়েছে রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের তালমা নদীর উপর লোহার সেতুটি প্রায় ২৫ বছরের পুরনো। সেতুর লোহার খুঁটি ক্ষয় হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে রেলিং। যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে বাসিন্দারা আশঙ্কা করছেন।
স্থানীয়রা বলেন, সেতুর বেহাল অবস্থার কথা ব্লক প্রশাসন এবং জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতিও জানেন। প্রশাসনের আধিকারিকরা সেতুটি পরিদর্শন করেছেন। সেতু নড়বড়ে হওয়ায় সেতু দিয়ে চলাচলের রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয়। তবুও জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন এলাকার বাসিন্দারা। তাই অবিলম্বে সেতুটি তৈরি করার দাবি জানান তারা।