রাজগঞ্জের তালমাহাটে ১২টি শেড ও দুটি রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়

রাজগঞ্জ,৫ আগস্টঃ রাজগঞ্জের তালমাহাটে ১২টি শেড ও দুটি রাস্তার শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।


জানা গিয়েছে, তালমাহাটে কৃষি বিপনন দপ্তরের অর্থানুকুল্যে প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা ব্যয়ে এই শেডগুলি তৈরি করা হবে।অন্যদিকে বেলাকোবার কলেজ পাড়ায় বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা ব্যয়ে দুটি রাস্তা তৈরি করা হবে।এদিন ওই রাস্তা দুটির শিল্যানাস করেন বিধায়ক।

খগেশ্বর রায় বলেন, তালমাহাটে ১ কোটি ৮ লক্ষ টাকা ব্যয়ে ১২ টি হাট শেড তৈরি করা হবে।এছাড়া বেলাকোবায় দুটি রাস্তার শিলান্যাস করা হল।এতে এই দুই এলাকার মানুষের অনেক সুবিধা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *