শিলিগুড়ি, ১৮ ফেব্রুয়ারিঃ তামিলনাড়ুতে জোর করে ধর্মান্তর এবং লাবণ্যের ন্যায়বিচারের দাবীতে লাগাতার আন্দোলনে নেমেছে এবিভিপি।
আজ শিলিগুড়িতেও বিক্ষোভে সামিল হয় এবিভিপি এর সদস্যরা।শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড়ে বিক্ষোভ দেখানো হয়।তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কুশ পুতুল পোড়ানো হয়।
এই বিষয়ে এবিভিপি এর কার্যনির্বাহ সমিতির সদস্য বিরাজ বিশ্বাস বলেন, তামিলনাড়ুতে ১৭ বছর বয়সী লাবণ্যকে জোর করে ধর্মান্তর করা হয়, এরপর সে আত্মঘাতী হয়।এই ধরণের ঘটনা দিনের পর দিন বাড়ছে।এই ধরণের ঘটনা বন্ধ করতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ লাগাতার আন্দোলন চালিয়ে যাবে।