শিলিগুড়ি, ৩১ মার্চঃ তামিলনাড়ুর এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা উধাও।ব্যক্তিকে প্রতারণার অভিযোগে বাগডোগরা থেকে দুজনকে গ্রেফতার করলো পুলিশ।ধৃতদের নাম তপন দাস ওরফে আশীষ চৌধুরী এবং জগদীশ ওরফে পার্থ সরকার(৩৬)।তপন দাস বাগডোগরা এবং জগদীশ চোপড়ার বাসিন্দা।
তামিলনাড়ু পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫ মাস আগে টিআর বিজয় কুমার নামে এক ব্যক্তি তামিলনাড়ুর চেঙ্গলপট্টু জেলায় সাইবার ক্রাইম বিভাগে প্রতারণার মামলা দায়ের করেছিলেন।
ব্যক্তি অভিযোগ করেন, একটি অচেনা নম্বরে তাঁর কাছে ফোন আসে।এরপর মোবাইলে একটি লিঙ্ক পাঠানো হয়।সেই লিঙ্কে ক্লিক করতেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১১ লক্ষ ৫০ হাজার টাকা উধাও হয়ে যায়।এই অভিযোগের পরই তদন্তে নামে সাইবার ক্রাইম বিভাগ।প্রথমে এক ব্যক্তিকে গ্রেফতার করা।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে দুজনের নাম উঠে আসে।এরপরই তামিলনাড়ুর চেঙ্গলপট্টু পুলিশ বাগডোগরা থেকে তপন দাস এবং জগদীশকে গ্রেফতার করে।
ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করে ৩ দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে তামিলনাড়ু রওনা দিয়েছে পুলিশ।