শিলিগুড়ি, ১১ জুলাই : একটানা বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা। গত ২-৩ দিন ধরে বৃষ্টিতে জনজীবনও বিপর্যস্ত।
শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা জলের তলায়। এরফলে সমস্যায় বহু মানুষ।
শনিবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। জানা গিয়েছে,
পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের অশোক নগর এলাকা জলমগ্ন।এলাকার বেশকিছু বাড়িতে জল ঢুকেছে।
এছাড়াও হায়দারপাড়া, সচিত্রপাল সরনী, আশ্রমপাড়া নজরুল সরনী, সন্তোষি নগর, কুলিপাড়া, দার্জিলিং মোড় সংলগ্ন রাজীব নগর, ইরানি বস্তি সহ বিভিন্ন এলাকা জলমগ্ন।
এদিকে টানা বৃষ্টির জেরে শিলিগুড়ির মহানন্দা নদীর জল অনেকটাই বেড়েছে।