কোচবিহার,১৭ জুলাইঃ গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন কোচবিহার শহরের বিভিন্ন এলাকা।বেশিরভাগ রাস্তাতেই হাটু জল জমে গিয়েছে।যে কারণে শনিবার শহরে জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষা দিতে এসে সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা।দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের বাসস্ট্যান্ডে নামার পরে হাঁটু জল পার করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়।শহরের নিকাশি ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।
শহরের হাসপাতাল গেট থেকে শুরু করে কোচবিহার কোতোয়ালি থানার গেট সমস্ত স্থানই জলমগ্ন হয়ে পড়েছে।স্থানীয়দের অভিযোগ,শহরে পুরনো বেশ কয়েকটি বড় ড্রেন রয়েছে যা প্রায় ১০ বছর পেরিয়ে গেলেও পরিস্কার করা হয়নি।
অন্যদিকে পরীক্ষার্থীদের সঙ্গে আসা তাদের অভিভাবকেরা জানান, জলের কারণে টোটো-অটো কোনটাই পরীক্ষাকেন্দ্র পর্যন্ত যেতে চাইছে না।যারাও বা যেতে রাজি হচ্ছেন তারা অনেক বেশি ভাড়া দাবি করছেন।