নকশালবাড়ি,২৬ সেপ্টেম্বরঃ টানা দু’দিনের বৃষ্টিতে রাস্তায় থৈ থৈ জল। শুধু রাস্তা নয়, ঘরের ভেতর ঢুকে পড়ছে জল। হাঁটু জল নিয়ে স্কুলেও যেতে হচ্ছে পড়ুয়াদের।এমনই অবস্থা নকশালবাড়ির রায়পাড়ার।দুই দিনের বৃষ্টিতে জলমগ্ন রয়েছে গোটা এলাকা। জলনিকাশি ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে এই এলাকার ২৫টি পরিবারকে।
স্থানীয়দের দাবি, জলনিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় এই সমস্যা।প্রশাসন বিষয়টিতে নজর দিক। এই বিষয়ে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্তী কিরো বলেন, বিষয়টি জানা থাকলেও আমাদের উপায় নেই। নীচু এলাকা হওয়ায় জল জমেছে। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও মহকুমা পরিষদ মিলে ওই এলাকার স্বার্থে আলোচনা চলছে।