শিলিগুড়ি,২৫ এপ্রিলঃ রেলের ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ায় বিপত্তি ঠাকুরনগর রেলগেটে।মঙ্গলবার সকাল ১১টা নাগাদ রেলগেট বন্ধ করার সময় একটি চা পাতা বোঝাই ট্রাক তাড়াহুড়ো করে রেললাইন পার হতে গিয়ে আটকে যায়।রেলগেটটি ট্রাকের সঙ্গে আটকে গিয়ে ওপরে থাকা রেলের ইলেকট্রিক তার ছিঁড়ে যায়।দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় এলাকার বিদ্যুৎ সংযোগ।ঘটনাস্থলে পৌছায় রেল পুলিশ ও এনজেপি থানার পুলিশ।প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় রেলগেট কেটে ট্রাকটিকে বের করা হয়।ঠিক করা হয় ছিঁড়ে যাওয়া ইলেকট্রিক তার।এই ঘটনার জেরে বেশকিছুক্ষণের জন্য এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ঠাকুরনগর রেলগেটের সমস্যা দীর্ঘদিনের সমস্যা।রেলগেট বন্ধের কারণে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় বাসিন্দাদের।এখানে ফ্লাইওভার তৈরির দাবি তোলেন স্থানীয়রা।
