নকশালবাড়ি, ২২ আগস্টঃ তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের তরফে নকশালবাড়িতে তরাই চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হল।
জানা গিয়েছে, সোমবার নকশালবাড়ি আদিবাসী ময়দানে এই সমাবেশে উপস্থিত ছিলেন শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, রাজ্য শ্রমিক ইউনিয়নের সভাপতি ঋতব্রত ব্যানার্জি, জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্জল দে সহ অন্যান্যরা।এদিন সমাবেশে জাতীয় পতাকা উত্তোলন করে এক এক করে চা বাগানের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সমস্যা নিয়ে বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী।
এদিন মলয় ঘটক জানান, জেলায় বন্ধ চা বাগান খোলা হবে।রাজ্য সেই কাজ করছে।চা সুন্দরী প্রকল্পের কাজ শুরু হয়েছে।আগামী দিনে বিভিন্ন বাগান বাগানে এই প্রকল্প হবে।
