শিলিগুড়ি, ১১ জানুয়ারিঃ সোমবার বিভিন্ন দাবীতে মিছিল বের করল তরাই চালক সংগঠন।
জানা গিয়েছে, এদিন দাগাপুর থেকে মিছিলটি শুরু হয় এবং দার্জিলিং মোড়ে গিয়ে শেষ হয়।এরপর দাগাপুর ট্রাক স্ট্যান্ডে একটি সভার আয়োজন করা হয়।এদিনের সভায় বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে চালকদের সঙ্গে আলোচনা করা হয়।
সংগঠনের সম্পাদক মেহবুব খান বলেন, ৫ দফা দাবী নিয়ে আজ সংগঠনের তরফে একটি মিছিল ও সভার আয়োজন করা হল।দীর্ঘদিন ধরে পাহাড়ের যাত্রী ভাড়া বৃদ্ধি করা হয়নি।এদিকে বর্তমানে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে।এছাড়া করোনা পরিস্থিতিতে লকডাউন হওয়ায় দীর্ঘদিন গাড়ি বন্ধ ছিল।এই পরিস্থিতিতে আগের ভাড়া অনুযায়ী গাড়ি চালানো সম্ভব হচ্ছে না।
এদিন গাড়ি ভাড়া বাড়ানোর পাশাপাশি পাহাড়ে পুলিশ চেকিং এর নামে অবৈধভাবে যে তোলাবাজি চলে তা বন্ধের দাবী এবং টাইগার হিল দেখার জন্য পাহাড়ের পুলিশ কার্যালয় থেকে যে পাস দেওয়া হয়, শিলিগুড়িতেও সেই ব্যবস্থা করা এবং গাড়ির বিমা মুকুব করার দাবী জানান তারা।