শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারিঃ দার্জিলিং জেলা প্রশাসন, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও শিলিগুড়ি পুরনিগমের যৌথ উদ্যোগে আগামীকাল শিলিগুড়িতে প্রথমবার আয়োজিত হতে চলেছে তরাই হিমালয়ান ফেস্টিভ্যাল।জোরকদমে চলছে ফেস্টিভ্যালের প্রস্তুতি।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই হোডিং, ফেস্টিং ও প্যান্ডেল তৈরির কাজ চলছে।সাজিয়ে তোলা হচ্ছে গোটা শহরকে।মহাত্মা গান্ধী মোড়ে তৈরি করা হচ্ছে মূল মঞ্চ।
এই বিষয়ে ইভেন্ট কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ২০ তারিখ থেকে কাজ শুরু করা হয়েছে।বিভিন্ন অনুষ্ঠান হবে।বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।সবমিলিয়ে আগামীকাল নতুন কিছু উপভোগ করতে চলেছে শিলিগুড়িবাসী।