শিলিগুড়ি, ২১ অক্টোবরঃ শিলিগুড়ি পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ার তরুণ সংঘ ক্লাবের কালী পুজোর খুঁটি পুজো সম্পন্ন হল।এবারে তরুণ সংঘ ক্লাবে কালী পুজো ৫৬তম বর্ষে পদার্পণ করবে।
করোনা স্বাস্থ্যবিধি মেনে এবছরও শিলিগুড়ি মানুষকে থিম পুজো উপহার দিতে চলেছে তরুণ সংঘ।এবারে তাদের থিম ‘মেল বন্ধন উৎসব’।এদিন খুঁটি পুজো করে প্যান্ডেলের কাজ শুরু করা হয়।
তরুণ সংঘ ক্লাবের সদস্য তপন সাহা বলেন, মেল বন্ধন উৎসব মানে মানুষের উৎসব।এবছর আমরা চাঁদা তুলছি না।আমাদের ক্লাবের সদস্যদের সাহায্যেই পুজোর আয়োজন করা হয়েছে।